রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জিরোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

সংবাদের আলো ডেস্ক: লা লিগায় ক্যাম্প ন্যুতে জয়ের স্বাদ পেতে জিরোনার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের ১৩ মিনিটে পেদ্রির গোলে লিডে যায় স্বাগতিকরা। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি বার্সা। এরপর দুর্দান্ত কিকে গোল করে দলকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালাতে থাকে কায়ালানরা। তবে পাচ্ছিল না গোলের দেখা। তবে ম্যাচ যখন ড্রয়ের পথে তখনই ৯০ মিনিটে নাটকীয় মোড় নেয় খেলা। বদলি হিসেবে রোনাল্ড আরাহো গোল করে জয় নিশ্চিত করেন বার্সেলোনার।

অবশ্য জার্সি খুলে উদযাপন করায় তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে। তার আগে রেফারির ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে হলুদ কার্ড দেখেন বার্সা কোচ ফ্লিকও। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি ডাগআউটে থাকতে পারবেন না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়