আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস


সংবাদের আলো ডেস্ক: আরও দুইজন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। গতকাল শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় রাতে দেহাবশেষগুলো তেল আবিবে পৌঁছায়।
স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করে হামাসের স্বশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব ফরেনসিক মেডিসিনে নেয়া হয়।
এ নিয়ে মৃত ২৮ জিম্মির মধ্যে ১২ জনের মরদেহ ফেরত পাঠিয়েছে হামাস। অপরদিকে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ১৫ মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। সবিমিলিয়ে এখন পর্যন্ত ১৩৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে দেশটি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।