রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের পার-নওগাঁ এলাকায় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে (রেজিঃ রাজ-২৬৫০/০৯) এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি এসএম শাহাদাত হোসেন শাহিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মো. তৌফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পিকআপ মালিক গ্রুপের সভাপতি মো. আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।

এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ মো. নূর-ই-আলম মিঠু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধ ভূমিকা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যানবাহন চালক ও শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার রক্ষা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মান উন্নত করতে ইউনিয়নের নেতাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, সংগঠনের মাধ্যমে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত হলে কেবল শ্রমিকদের জীবনমানই উন্নত হবে না, বরং সড়ক পরিবহন ব্যবস্থাও আধুনিক ও কার্যকর হবে।

পরে ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ নেন। তারা প্রতিশ্রুতি দেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করবেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ- সভাপতি: এসএম শাহাদাত হোসেন শাহিন, সহ-সভাপতি মো. ইসরাইল আলী ও মো. মিলন হোসেন, সাধারণ সম্পাদক: মো. জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক  মো. আব্দুল জলিল ও মো. খসরু, সাংগঠনিক সম্পাদক: মো. বিপ্লব,অর্থ সম্পাদক মো. রকি, প্রচার সম্পাদক মো. দিপু প্রামানিক, শ্রম ও কল্যাণ সম্পাদক মো. মজনু শেখ, সড়ক সম্পাদক মো. মাসুদ রানা ও মো. শামিম হোসেন বাবু, কার্যকরী সদস্য মো. আব্দুল ছালেক, মো. মোরশেদ আলম, মো. শরিগুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব পরিবহন শ্রমিকদের উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং সমস্যার সমাধানে নিরলসভাবে কাজ করবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়