রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে দুর্গাপূজায় সাংবাদিক ইউসুফ হোসেন লেনিনের টি-শার্ট উপহার

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১টি পূজা মণ্ডপে প্রায় ৩০০ পিস টি-শার্ট উপহার দিয়েছেন সাংবাদিক ও সমাজসেবক ইউসুফ হোসেন লেনিন। তিনি ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়ার নাতি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিটি পূজা মণ্ডপ কমিটির হাতে টি-শার্টগুলো হস্তান্তর করা হয়। এসময় যুক্তরাজ্যের লন্ডন থেকে ফোন কলে ভার্চুয়ালি যুক্ত হয়ে পূজা মণ্ডপগুলোর সভাপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইউসুফ হোসেন লেনিন।

তিনি বলেন, “ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সৌন্দর্য হলো পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। ধুবড়িয়া ইউনিয়নবাসী অতীতের মতো এবারও উৎসবমুখর পরিবেশে নিশ্চিন্তে পূজা উদযাপন করছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই আমার উদ্দেশ্য।”

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধুবড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব হেমন্ত শীল জানান, “ইউসুফ হোসেন লেনিনের পক্ষ থেকে প্রাপ্ত টি-শার্ট প্রতিটি মণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি বিদেশে থেকেও সবসময় আমাদের খোঁজখবর রাখেন। হিন্দু সম্প্রদায়ের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।”

উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন দীর্ঘদিন জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ২০১৯ সালে ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে বিবিএ এবং ২০২১ সালে এমবিএ সম্পন্ন করেন। সম্প্রতি তিনি ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করে আইনের ওপর উচ্চতর ডিগ্রি অর্জনের প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়