নাগরপুরে পূজা মন্ডপ পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান


মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান নাগরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার সকালে তিনি ওঁ ঝা ঠাকুর হরনাথ স্মৃতি কেন্দ্রীয় মন্দির, চৌধুরী বাড়ি ক্লাব, দুয়াজানি মহামায়া ক্লাব এবং সূর্য কান্ত সাহার বাড়ি পূজা মন্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কার্যকর রয়েছে কিনা তা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পিপিএম সেবা মো. আদিবুল ইসলাম, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান, উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহদী হোসাইন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সাহা ও সদস্য সচিব ঝুটন কুমার সাহা, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দসহ রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক পূজারী উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মিজানুর রহমান পূজারীদের উদ্দেশ্যে বলেন,“শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।