আলফাডাঙ্গায় সহকারী শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিককে বিদায় সংবর্ধনা


আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে রবিবার (২৮ সেপ্টেম্বর ) দূপুরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বদলি জনিত কারণে আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষক সমাজের অংশগ্রহণে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। তিনি ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ প্রয়োজনে অনুষ্ঠানে উপস্থিত হতপ না পারায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ রফিকুল ইসলাম প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সরওয়ার হোসেন ও সুব্রত কুমার লস্কর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শিহাবুল ইসলাম এবং সঞ্চালনা করেন কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত শিক্ষক হিটলার রহমান খান, , প্রধান শিক্ষক মাহফুজা বেগম, আইযূব হোসেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে বিদায়ী অফিসার কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট সহ একাধিক উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রায় তিন শতাধিক শিক্ষক উপস্থিত থেকে বিদায়ী অফিসারের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।