মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে বিএনপির বিজয় র‌্যালি ও গণ-মিছিল

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেলকুচি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর  বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই বিজয়  র‌্যালি ও গণ-মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল গণ-মিছিল বের করা হয়।

গণ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, মিছিলে  বিএনপি, যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল, শ্রমীকদল,মহিলাদলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি চালা আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শেরনগর স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিমের  সভাপতিত্বে বিজয় র‌্যালি ও গণ- মিছিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহা সচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহব্বায়ক গোলাম মওলা খান বাবলু,

বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক মন্ডল, এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএনপি নেতা,আব্দুল মান্নান সরকার,নুরুল ইসলাম গোলাম, গোলাম আজম, আলতাফ হোসেন, বনি আমিন, রেজাউল করিমসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল মহিলাদলের নেতাকর্মী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়