মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্বধলার ইউএনও রেজওয়ানা কবিরের বদলি, নতুন কর্মস্থল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির (১৮০৯৯) বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৩১ জুলাই ২০২৫) তারিখে মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়া রেজওয়ানা কবিরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপপরিচালক (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) পদে বদলি করা হয়েছে।

আগামী ০৮ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, ইউএনও রেজওয়ানা কবির পূর্বধলায় দায়িত্ব পালনের সময় প্রশাসনিক দক্ষতা, নাগরিক সেবা, দুর্নীতিবিরোধী অভিযান এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হন।

উল্লেখ্য, ইউএনও রেজওয়ানা কবির ২০২৪ সালের (১৯ ডিসেম্বর) পূর্বধলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার পদে এটি ছিল তার দ্বিতীয় কর্মস্থল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়