বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভিন্ন নামে যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট ক্রয় নেতানিয়াহুর ছেলের

সংবাদের আলো ডেস্ক: ভিন্ন নামে যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট কিনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনের নেতানিয়াহু।

বুধবার (২ জুলাই) ইসরায়েলের ব্যবসায়িক ও অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে পাঁচ লাখ ইউরোরও বেশি মূল্য দিয়ে আভি আভনের সেগাল নামে অক্সফোর্ডে অ্যাপার্টমেন্টটি কেনেন বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ছেলে। কিন্তু এর জন্য ইসরায়েলি কর কর্তৃপক্ষকে কোনো জবাবদিহি করতে হয়নি তাকে বলে দাবি করা হয় প্রতিবেদনটিতে।

এ সময় আরও অভিযোগ করা হয়, বিদেশে সম্পদ থাকার জন্য যে নির্ধারিত পরিমাণ অর্থ ইসরায়েলি সরকারকে দিতে হয়, তার চেয়ে কম অর্থ পরিশোধ করেছেন আভনের নেতানিয়াহু।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়