সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

সংবাদের আলো ডেস্ক: শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশেষকরে ৭ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে প্রকাশিত দ্য টাইমস-এ লেখা এক মতামতে তিনি বলেন, এদিনে বিক্ষোভ আয়োজন করা ‘ব্রিটিশদের মানায় না’। কারণ কিছু মানুষ এই দিনটিকে ‘ব্রিটিশ ইহুদিদের ওপর ঘৃণ্য হামলার অজুহাত’ হিসেবে ব্যবহার করে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আরও বলেন, ‘আজ, ৭ অক্টোবরের বর্বরোচিত হামলার বার্ষিকীতে, শিক্ষার্থীরা আবারও বিক্ষোভের পরিকল্পনা করছে। এটি ব্রিটিশ হিসেবে আমাদের চরিত্র নয়। অন্যদের প্রতি এতটা অসম্মান করা অসুলভ আচরণ। আর তারপর কেউ কেউ আবার ইহুদিবিরোধী স্লোগান দিতে শুরু করে।’

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য সবসময় ‘ইহুদি সম্প্রদায়কে রক্ষা করতে ঐক্যবদ্ধ ও দৃঢ়ভাবে’ অবস্থান করবে।

তিনি আরও যোগ করেন, ‘আমাদের দেশে বসবাসরত ইহুদি সম্প্রদায়গুলো রাস্তায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ সহ্য করে যাচ্ছে।’

সূত্র: বিবিসি নিউজ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়