ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প


সংবাদের আলো ডেস্ক: ইরান যদি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (০৫ অক্টোবর) ভার্জিনিয়ার নরফোকের নৌ ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এ হুমকি দেন।
তেহরানের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যদি তারা এটি করে, তাহলে আমাদেরও ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, আপনারা এটি করতে চান, ঠিক আছে। তাহলে আমরাও ব্যবস্থা নেব এবং এবার আর বেশি অপেক্ষা (হামলার জন্য) করব না।
গত ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা (অপারেশন মিডনাইট হ্যামার) ‘নিখুঁতভাবে’ সম্পাদিত হওয়ার প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমেরিকান বি-২ বোমারু বিমান এবং সাবমেরিন থেকে উৎক্ষেপিত টমাহক ক্ষেপণাস্ত্র প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’
প্রতিবেদন অনুসারে, ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক-সম্পর্কিত স্থাপনাগুলোর বিরুদ্ধে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলার পর, মার্কিন এই অভিযান পরিচালনা করা হয়েছিল ফোরদো, নাতানজ এবং ইসফাহানে তিনটি গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে।
ট্রাম্প বলেন, ‘বি২, সেই সুন্দর উড়ন্ত ডানা; তারা যা করেছে, তারা প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। আমরা একটি সাবমেরিন থেকে ৩০টি টমাহক ছুড়েছি।’
তিনি বলেন, ওই হামলার আগে ইরান এক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, এবং মার্কিন বাহিনী তেহরানকে সেই সীমা অতিক্রম করতে বাধা দেয়।
ট্রাম্প আরও বলেন, ‘তারা (ইরান) এক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছিল এবং এখন তারা আবারও সেই কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু আমি আশা করি তারা তা করবে না, কারণ যদি তারা এটি করে তবে আমাদেরও ব্যবস্থা নিতে হবে। আমি তাদের বিষয়টি জানিয়েছি।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।