গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী


সংবাদের আলো ডেস্ক: ফিলিস্তিনেরর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোরিচ।
অবৈধ দখলদার বেন গিভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আর স্মোরিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (২ জুলাই) স্মোরিচের দারস্থ হন বেন গিভির। এ সময় তিনি নেতানিয়াহু সরকারের ভেতর আলাদা একটি জোট তৈরির প্রস্তাব দেন।
হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, বেন গিভিরের ওতজমা ইয়েহুদিত এবং স্মোরিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টি বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসার পরিকল্পনাও করছিল।
তবে স্মোরিচের এক মুখপাত্র দাবি করেছেন, স্মোরিচ এমন কোনো উদ্যোগের সঙ্গে জড়িত না। তিনি বলেন, বেন গিভির সংবাদমাধ্যমে তথ্য ফাঁস করে ‘নোংরা খেলা’ খেলার চেষ্টা করছেন।
বেন গিভির ও স্মোরিচের এ ফন্দির ব্যাপারে জানতে পেরে ক্ষুব্ধ হয় ইসরায়েলের বিরোধী দলগুলো। তারা প্রতিশ্রুতি দেয় যুদ্ধবিরতির জন্য প্রয়োজনে তারা নেতানিয়াহুর সরকারকে সহায়তা করবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।