আইআরজিসি সদর দপ্তরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিল ৪১ জন


সংবাদের আলো ডেস্ক: ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালে উত্তর আলবোর্জ প্রদেশে ইরানি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) সদর দপ্তরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। শনিবার (২৮ জুন) এই তথ্য জানিয়েছে বাহিনীটি।
আইআরজিসির জনসংযোগ অফিস জানিয়েছে যে এই হামলায় বেসামরিক নাগরিক এবং সেনা সদস্য নিহত হয়েছে। তবে নিহতদের বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানায়নি দেশটির বিপ্লবী বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী সংঘাতের মধ্যে গত সোমবার জানিয়েছিল, যে তারা বাসিজ আধাসামরিক বাহিনীর সদর দপ্তর এবং আলবোর্জে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এর আগে শুক্রবার (২৭ জুন) ইরানের সামরিক বাহিনী জানায়, ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে ১২ দিনে দখলদার বাহিনীর হামলায় ইরানের ৫৬ জন সামরিক কর্মী নিহত হয়েছেন। এক সামরিক বিবৃতিতে বলা হয়, নিহতরা বিভিন্ন পদমর্যাদার ছিলেন। তবে তাদের নাম পরিচয় বা অন্যান্য বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ১৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হন।
জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের উপর তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কমপক্ষে ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। সূত্র : আনাদুলু
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।