কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু


পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক রেলস্টেশন ক্রশিং এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনের ধাক্কায় শাহীন আহমেদ(৩৬)। সে
নিহত যুবক হলো কালিয়াকৈর পৌরসভার ১নং ওর্য়াডের নয়াপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।সে নারায়নগজ্ঞের ক্রাউন সিমেন্ট কারখানায় চাকরি করতো।
পুলিশ সূত্র জানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাইটেক রেল ক্রসিং পাড় হচ্ছিলেন ওই যুবক এসময় ট্রেনের ধাক্কায় আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
তবে কোন ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে তা সঠিক জানাতে পারেনি রেলওয়ে কতৃপক্ষ। তাদের প্রাথমিক ধারনা উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হতে পাড়ে। কারন সাড়ে সাতটার দিকে লালমনি এক্সপ্রেস ট্রেন স্টেশন ক্রশিং করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।
রেলওয়ে পুলিশের জয়দেব স্টেশন ফাড়ি পুলিশের ইনর্চাজ নাদির উজ জামান বলেন ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। আমরা সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।