ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন


সংবাদের আলো ডেস্ক: ইসরায়েলের দখলকৃত অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। শনিবার (২৮ জুন) এই হামলার খবর ছড়িয়ে পড়লে ইসরায়েলি সেনাবাহিনী বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করে। খবর মেহের নিউজের।
ইসরায়েলের সামরিক বাহিনীর ‘ইন্টারনাল ফ্রন্ট কমান্ড’ এক বিবৃতিতে জানায়, দক্ষিণ, পশ্চিম এবং মধ্য নেগেভ, জুদিয়া, মৃত সাগর এলাকা, লাচিশ এবং আরাবাহ অঞ্চলে সম্ভাব্য হুমকির কথা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
এদিকে, হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি। ইয়েমেন থেকেও এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। তবে ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে, যাদের আগেও এমন হামলার রেকর্ড রয়েছে।
বিশ্লেষকরা জানান, এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েল-গাজা সংঘাত, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের কার্যক্রম- সব মিলিয়ে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।