বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেহবাজ শরিফের আলোচনার প্রস্তাবে রাজি ইমরান খান

সংবাদের আলো ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দীর্ঘদিন কারাগারে বন্দি আছেন। তার সঙ্গে সরকার ও অন্য বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দূরত্ব অনেক বেশি। কিন্তু সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আলোচনার প্রস্তাব দিয়েছেন ইমরান খানকে। ইমরান খানও তা গ্রহণ করেছেন।

তবে শর্ত দিয়ে বলেছেন, আলোচনা হতে হবে টিভি ক্যামেরার অনুপস্থিতিতে।

সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সোমবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান। এ সময় আলোচনা এগিয়ে নিতে তাকে অনুমতি দিয়েছেন ইমরান খান।

গওহর আলি খান পরে জানান, ইমরান খান আলোচনায় গভীর আগ্রহ দেখিয়েছেন। তবে অর্থপূর্ণ আলোচনার জন্য তিনি টিভি ক্যামেরার অনুপস্থিতিতে সেই আলোচনা করতে চান।

পিটিআই দলের ভিতরের সূত্র জানায়, এখন সরকারের সঙ্গে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে কাজ করছেন তারা। দলটি বিশ্বাস করছে যে, এর আগে মিডিয়ার উপস্থিতিতে যেসব আলোচনা হয়েছে তা ব্যর্থ হয়েছে। এর গোপনীয়তা বজায় থাকেনি। এ জন্য এবার এ বিষয়টিতে দৃষ্টি দেওয়া হয়েছে। কি বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন ইমরান খান তা বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন গওহর আলি খান।

সম্প্রতি জাতীয় পরিষদে ভাষণে জাতীয় সংলাপে যোগ দিতে পিটিআইকে আমন্ত্রণ জানান শেহবাজ শরিফ। তাকে স্বাগত জানিয়েছেন ব্যারিস্টার গওহর। তবে দলীয় নেতৃবৃদ্ধ এটা পরিষ্কার করেছেন যে, ইমরান খানের সম্মতি ছাড়া এই আলোচনা এগিয়ে নেওয়া ঠিক হবে না।

পিটিআইয়ের সূত্র জানায়, ইমরান খান চাইছেন এই আলোচনায় সামরিক বাহিনীর সমর্থন থাকুক। এমনকি ‘এস্টাবলিশমেন্টের’ একজন প্রতিনিধিকে এই প্রক্রিয়ায় রাখার বিষয়ে উন্মুক্ত মত রয়েছে ইমরান খানের। সূত্র: জিও নিউজ

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়