বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোবিন্দগঞ্জ (উপজেলা) প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের বুধবার বাকবিশিস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে লক্ষে শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিড়্গোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান করেন। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশস) গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রভাষক অশোক কুমার সাহার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি নেয়ামুল হাসান পামেল, সহ-সভাপতি অধ্যাপক শফিউল ইসলাম, আসাদুজ্জামান প্রামানিক, মাছুমা আকতার, ফেরদৌস আলম, তোফাজ্জল হোসেন, সাজেদুল কবির প্রমুখ।

বক্তারা শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, সর্বজনীন বিজ্ঞানমস্ক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়াসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ শিক্ষা আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীরা এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫% উৎসব ভাতা, ৫শ চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। উপরন্ত বেতন থেকে ৪% কর্তন করা হয়। ইউনেস্কের সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়