সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

উজ্জ্বল অধিকারী: পাট চাষ ও বীজ উৎপাদন, সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে  সোমবার (৫ মে) সকালে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৭৫ জন চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, জেলা বিএডিসি সিনিয়র সহকারী পরিচালক শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের উপ-পরিচালক আহসান শহীদ সরকার,  বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাব্বিরুল ইসলাম, বেলকুচি উপজেলা পাট কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ সদর উপজেলা পাট কর্মকর্তা সাইদুল ইসলাম লুলু উপস্থিত ছিলেন । এসময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।

কর্মশালায় উপজেলার ৬ ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়