স্বপ্ন পূরণের পথে সোনারগাঁও ইউনিভার্সিটি, যাত্রা শুরু স্থায়ী ক্যাম্পাসে


মো: জাহিদুল ইসলাম, ঢাকা প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিজস্ব স্থায়ী ঠিকানায় যাত্রা শুরু করল সোনারগাঁও ইউনিভার্সিটি। শনিবার (৩ মে) রাজধানীর খিলগাঁওয়ের দাসেরকান্দিতে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি, এসইউ বোর্ড অব ট্রাস্টিজ, উপদেষ্টা পরিষদ, উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, ট্রেজারার, শিক্ষক-কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান বলেন, “এই স্থায়ী ক্যাম্পাস শুধু একটি অবকাঠামো নয়, এটি আমাদের স্বপ্নের প্রতিফলন। আমি চাই, আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পরিবেশে শিক্ষা লাভ করুক।
” তিনি জানান, যদিও ক্যাম্পাস সংলগ্ন সড়কের কিছু উন্নয়ন কাজ এখনো বাকি, তবে ইউজিসির সহায়তায় তা দ্রুত শেষ হবে। প্রাথমিকভাবে চারটি বিভাগের ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে সকল বিভাগের কার্যক্রম চালু করা হবে। স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তানভীর, অর্পিতা,ইমন বলেন, “এই পরিবেশে ক্লাস করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। নগরের কোলাহল ছাড়িয়ে এখানে যেন একটুকরো প্রশান্তি।” সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান বলেন, “এই মুহূর্তটির জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম।
স্থায়ী ক্যাম্পাসে উন্নত সুযোগ-সুবিধা থাকায় শিক্ষার মান উন্নয়ন হবে বলে বিশ্বাস করি।” এদিকে, সদ্য স্নাতক সম্পন্ন করা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, “এই কাঙ্ক্ষিত ক্যাম্পাসের উদ্বোধনের দিন শিক্ষার্থী হিসেবে থাকতে না পারাটা অবশ্যই খারাপ লাগার। তবে এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য আশীর্বাদ হয়ে আসবে।” বিশ্ববিদ্যালয়ের এই নতুন অধ্যায় শুধু একটি ভবনের সংযোজন নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। খোলা পরিবেশ, সবুজে ঘেরা পরিসর এবং নিরিবিলি পরিবেশের এই ক্যাম্পাস শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি একটি সুস্থ, মননশীল শিক্ষাজগৎ গড়ে তুলবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।