শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে নানা আয়োজনে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।  শনিবার বেলা ১১ টায়  মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের আয়োজনে  এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জাতীয় সংগীত এবং দলীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একটি নীল পতাকাবাহী র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হলরুমে আলোচনা সভায় ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন ,  উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের সাবেক সভাপতি রুপন কুমার সরকার, মোরশেদ আলম,  নজরুল ইসলাম, নুরে আলম খান,বর্তমান উপজেলা কমিটির সহ-সভাপতি কবিরুল ইসলাম, রমজান আলী প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন শুরুর পরপরই ২৬ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ছাত্র ইউনিয়ন। তারপর থেকে এই ভূখণ্ডের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল সংগঠনটি। ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে জড়িত রয়েছে ছাত্র ইউনিয়নের নাম। 

শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়