বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

সংবাদের আলো ডেস্ক: ঝালকাঠি সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আজ ভোরে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর বাসটি ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে থাকা নারী-পুরুষসহ ১৩ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ভোরে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিরোজপুরের ভান্ডারিয়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে থাকা ১৩ যাত্রী আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়