নালিতাবাড়ীতে ৪৮ ড্রেজার ধ্বংস, ট্রাক-স্কেভেটর জব্দ ও জেল


নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৮ ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ৮ এপ্রিল মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার -ভাংগা এলাকায় এই অভিযান করা হয়। এসময় ১টি ট্রাক, ১ স্কেভেটর জব্দ ও বালু উত্তোলনের ১১টি মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। একইসাথে একজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্য এবং ইউএনও ও এসি ল্যান্ড অফিসের অন্যান্যরা অংশ নেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।