নারী দিবসে নানিয়ারচরে আশিকার ঐতিহ্যবাহী খেলা সহ নানা আয়োজন


নানিয়ারচর প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহিংসতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচী (ক্রিয়া প্রকল্প)-এর আওতায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “অধিকার, সমতা, ক্ষমতায়নে নারী ও কন্যার উন্নয়ন”। ৮ই মার্চ, শনিবার, উপজেলার সাবেক্ষ্যং ও বুড়িঘাট ইউনিয়নের মেজর পাড়ায় দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে নারী ও যুবদের র্যালি, কিশোরীদের কারাতে প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী ঘিলা খেলার আয়োজন ছিল বিশেষ আকর্ষণ। এসব আয়োজনে নারী দলের সদস্য, কিশোরী ও ইয়ুথ সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা,ফিল্ড ফেসিলিটেটর রিয়া খীসা ও সৌরভ কান্তি চাকমা, এবং প্রজেক্ট অফিসার সুবিন্দু চাকমা। তারা নারী ও কন্যার ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন এবং কমিউনিটির উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। নারীর ক্ষমতায়ন ও সমান অধিকারের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় নারীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।