কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ ) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কাজিপুরের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, ব্রাক প্রতিনিধি শরিফুল ইসলাম, জামাত ইসলামি বাংলাদেশ এর মহিলা প্রতিনিধি কামরুন্নাহার , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শেখ রাসেল, নারী প্রতিনিধি রোজিনা খাতুন ও শিক্ষার্থী শারমিন খাতুন। এ সময় জেন্ডার প্রমোটর সোহেল রানা, নারী উদ্যোক্তা উম্মে হাবিবাসহ সাংবাদিক ও নারী সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।