কালীগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের আওড়া খালি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) বুধবার দুপুরে জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়া খালি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দোকানে পন্যে মূল্য তাকিলা না থাকায় পাঁচ দোকানদারকে দুই হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচলনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন উর্মি। তিনি বলেন, দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় পাঁচটি মামলার মাধ্যমে জরিমানা আদায় করেন।
এতে অভিযোক্ত হলেন, দেওতলা গ্রামের অজিত চন্দ্র পাল এর ছেলে দিপু চন্দ্র পাল (২৯), কাওলিতা গ্রামের মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ হাশেম (৩৮), নুরুল ভূঁইয়ার ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম (৩৭), নরুন গ্রামের মুসলে উদ্দিনের ছেলে মোঃ হালিম (৪৭), আজমতপুর গ্রামের মুসলেমের ছেলে আতিকুর রহমান (২৪)।
ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন উর্মি সংবাদের আলোকে বলেন, ইহা একটি চলমান প্রক্রিয়া। আমাদের বাজার মনিটড়িং অব্যাহত থাকবে। এ সময় কালীগঞ্জ থানার পুলিশ ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।