বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে সালাম পিন্টুর সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের ঢল

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের গণসংর্বনা অনুষ্ঠানে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু কারাগারে বন্দীদশার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আপনাদের সাথে দেখা করতে পারলাম।ভূঞাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) সালাম পিন্টুর গণ সংর্ধবনা অনুষ্ঠান উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে এবং সম্পাদক সেলিমুজ্জামান সেলু সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসানুজ্জামিল শাহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস। বক্তব্য রাখেন, মনিরুজ্জামান তরফদার মিন্টু, কামাল হোসেন খান, খন্দকার জুলহাস প্রমুখ। ভূঞাপুরের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে খন্ডখন্ড বিশাল বিশাল শ্লোগান ও ঢাকঢোল সমেত মিছিল এসে সমাবেশে যোগ দেয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়