দীর্ঘ দেড় যুগ পরে বাঞ্ছারামপুর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আল্লাহর আইন চাই,সৎ লোকের শাসন চাই,এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় দীর্ঘ দেড় যুগ পর খোলা ময়দানে প্রকাশ্যে আয়োজিত সম্মেলনে অসংখ্য কর্মীর জমায়েত দেখা গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন আয়োজন করা হয়। দুপুর ২টা থেকে উপজেলার বিভিন্ন শাখা থেকে কর্মীরা দলে দলে সম্মেলনে যোগ দেন। বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী আবুল বাশার এর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মো: শামীম নূর ইসলাম ও উপজেলা সেক্রেটারি মাওলানা মফিজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামি নারায়নগঞ্জ মহানগরী আমির ও ইসলামি ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল জাব্বার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোহাম্মদ গোলাম ফারুক, বাঞ্ছারামপুর উপজেলা শাখার বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সভাপতি মো. মাহিমুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোহাম্মদ আব্দুল জাব্বার,ঢাকা মহা নগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মো: শফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ইযাছিন আরাফাত,বাঞ্ছারামপুর উপজেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মুফতি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার অফিস সম্পাদক ও উজানচর ইউনিয়ন সভাপতি কাজী মোহাম্মদ লিটন,বাংলাদেশ জামায়েত ইসলামি উজানচর ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল,আরও উপস্থিত ছিলেন নিতাই চন্দ্র সরকার প্রমুখ। প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল জাব্বার বলেন,
একদল দীর্ঘ ১৬ বছর সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে,চাঁদাবাজি, গুম, খুন,নির্বিচারে সাধারণ মানুষকে হত্যাকরেছে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। আরেক দল ক্ষমতা না এসে চাঁদাবাদি শুরু করেছে। আমরা তা মেনে নেব না প্রতিহত করব। আল্লাহতালা কুরআনে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, শক্তি দিয়ে প্রতিহত কর, না পারলে মুখের ভাষায় প্রতিবাদ কর না হলে মন থেকে ঘৃণা কর। এখন সময় এসেছে শক্তি দিয়ে প্রতিহত করার। বাংলাদেশ জামায়েত ইসলামের ৪১ দফা বাস্তবায়নের সময় এসেছে। জামায়াত সূত্রে জানায়, বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে বাঞ্ছারামপুরে দলটি প্রকাশ্য কোনো সভা-সমাবেশ করতে পারেনি। এ সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। এতে ১৭ বছর পর বাঞ্ছারামপুর জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।