বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ মনোয়ার হোসেনের যোগদান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন সহকারী অধ্যাপক মো. মনোয়ার হোসেন। যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে নতুন অধ্যক্ষ যোগদানের পর তাকে সংবর্ধনা প্রদান করা হয়। জানা গেছে, সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে দায়িত্বভার প্রদানের পর তিনি আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। এ সময় কলেজের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ সকল অংশীজনের সহযোগিতা ও দোয়া কামনা করেন।এর আগেও রতনকান্দি বাহুকা কলেজের সহকারী অধ্যাপক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের জগৎগাঁতি দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আইনুল হকের বড় সন্তান। উল্লেখ্য, গত বছরের (১২ আগস্ট) সোমবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা পারভীন। নানা দুর্ণীতি ও স্বেচাচারিতার অভিযোগ এনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারন চেয়ে আন্দোলনের নামে কলেজের শিক্ষার্থীরা।  কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষর অপসারনসহ ১০ দফাদাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। শিক্ষার্থীরা প্রিন্সপাল কে অপসারন করে নতুন কাওকে দায়িত্ব দিয়ে আগের প্রিন্সিপালের দুর্ণীতির তদন্ত কমিটি গঠন করার প্রস্তাব জানান। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কল এ্যান্ড কলেজের সভাপতির নিকট পদত্যাগ পত্র জমা দেন। এরপর থেকেই পদটি শূন্য পদ দেখা দেয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়