মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাতে আসছে চীনা চিকিৎসকদের নতুন দল, যুক্তরাজ্যের মেডিকেল টিম আসবে কাল

সংবাদের আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের নতুন দল আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবে। আর আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্যের মেডিকেল টিম ঢাকায় আসবে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গতকাল সোমবার বিদেশি চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছায়। পরে তারা হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়