শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে কৃষিজমিতে অবৈধ পুকুর খনন: ঠিকাদারকে এক লাখ টাকা জরিমানা

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগাঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে গোলাম মোস্তফা নামের এক ঠিকাদারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধ না করলে ১৫ দিনের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঝুরঝুরি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুরঝুরি গ্রামের মাঠে স্থানীয় বাসিন্দা ফজলার রহমানের জমি লিজ নিয়ে ঠিকাদার গোলাম মোস্তফা পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে ইউএনও নুসরাত জাহান ঘটনাস্থলে গিয়ে পুকুর খনন বন্ধ করে দেন এবং গোলাম মোস্তফাকে আটক করেন।

পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করায় মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, “কৃষিজমি নষ্ট করে পুকুর খননের প্রবণতা কোনোভাবেই বরদাশত করা হবে না। এতে জলাবদ্ধতা, ফসলহানি ও জনদুর্ভোগ বাড়ে। অবৈধভাবে পুকুর খননের তথ্য পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়