বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে নদীতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাইনদে ডুবে লাদেন মিযা (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝিনাইনদে এ ঘটনা ঘটেছে। নিহত লাদেন পৌর এলাকার সাতপোয়া গ্রামের সুলতান মিয়া ড্রাইভারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সাবেক কাউন্সিলর সুরুজ্জামান।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন লাদেন। মঙ্গলবার সকালে বাড়ীতে থেকে বের হয়ে নদীপাড় এলাকায় যান ঘুরতে। এসময় সাঁতরিয়ে নদী পারাপারের সময় নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা নদীতে মাছধরার জাল ফেলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারে মাঝে বয়ছে শোকের মাতম। এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে এক যুবক ঝিনাইনদে ডুবে যাওয়ার সংবাদ পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা দেয়। ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ঐ যুবকের মরদেহ উদ্ধার করেন বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়