বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চৌহালীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি’র প্রায় শতাধিক কর্মী ও সমর্থক

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভায় হাসান, আব্দুল বাকী ও সোনা মিয়ার নেতৃত্বে বিএনপির প্রায় শতাধিক কর্মী সমর্থক আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকালে স্থল চর দারুস সালাম দাখিল মাদ্রাসা মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্থল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, চৌহালী উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ মোঃ ছালে,বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, নায়েবে আমীর আব্দুর রাজ্জাক প্রমুখ। সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপির কর্মী ও সর্মথক জামায়াতে ইসলাম এ যোগদানের বিষয়ে জানতে চাইলে স্থল ইউনিয়ন বিএনপি’র সাবেক আহব্বয়ক হাজী এমদাদুল হক বলেন গতকাল সোমবারে স্থল ইউনিয়নে জামায়াতের কোন সভা সমাবেশ হয় নাই। আমরা একটা সালিশে ছিলাম। আমাদের লোকজন ঠিকই আছে। আমাদের কেউ জামায়াতে যোগ দেয় নাই। বিএনপির কর্মী, সমর্থক জামায়াতে ইসলাম এ যোগদানের বিষয়ে জানতে চাইলে স্থল ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সমাবেশের সভাপতি মাওলানা লিয়াকত আলী বলেন বিএনপির ৭২ জন কর্মী সমর্থক জামায়াতে যোগদান করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়