বেলকুচিতে দীর্ঘ ১৭ বছর পর ওয়ার্ড জামায়াতের কার্যালয়ের শুভ উদ্বোধন
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে দৌলতপুর ইউনিয়ন জামায়াতের ৫নং ওয়ার্ড কার্যালয় দীর্ঘ ১৭ বছর পর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় দৌলতপুর ইউনিয়নের জামতৈল হাটখোলায় অবস্থিত ৫ নং ওয়ার্ড জামায়াতের কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা নায়েবে আমির, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মো: আলী আলম।
ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি মো: আব্দুল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম।
এ সময় আরও বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, দৌলতপুর ইউনিয়ন জামাতের আমীর মাওঃ মোঃ সাইদুল ইসলাম মোতাহার, সেক্রেটারি মোঃ আব্দুর রহমান, উপজেলা শিবির সেক্রেটারি আরিয়ান ইসমাইল প্রমুখ।।ওয়ার্ড জামায়াতের কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে আলহাজ্ব শাহজাহান মন্ডল, বানিজ মোল্লা, আলহাজ্ব আমির মাষ্টার, মোফাজ্জল হোসেন, আলহাজ্ব আকবর আলী সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।