ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান
এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিড়দিয়ার গ্রামের কাঠ ব্যবসায়ী জালাল ব্যাপারে বসতবাড়িতে শুক্রবার ২১ নভেম্বর গভীর রাতে আকস্মিকভাবে আগুন লেগে যায়। আগুনের লেলিহানে প্রতিবেশীরা এসে ঘুম থেকে ডেকে তোলে। চলে আগুন নিভানোর কাজ। পরিশেষে বসতবাড়ি, গরুর গোয়াল দুইটা বড় গরু ছাগল ও মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এতে ঐ পরিবারের ক্ষতির পরিমাণ ৫-৬ লাখ টাকার মত।
খবর পেয়ে ছুটে যায় মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদুল আলম সরোয়ার ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ, ৬ নাম্বার ওয়ার্ডের সভাপতি মাসুদ রানা ও বিএনপি নেতা রঞ্জু ও শফিকুল ইসলাম। ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা দেন তারা।
ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ০২ টি পরিবারকে ০৪ বান্ডিল ঢেউটিন, গৃহ মঞ্জুরী বাবদ ১২০০০ টাকা ও ০২ প্যাকেট শুকনা খাবার দেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।