কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বিশেষ চাহিদা সম্পন্য মানুষের রিফ্রেশার্স প্রশিক্ষণ
কুড়িগ্রাম প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্য ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ( ১৯ নভেম্বর ২০২৫ ) কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের রিফ্রেশার্স প্রশিক্ষণ। ইএসডিও কুড়িগ্রাম জেলা প্রশিক্ষন কেন্দ্র, দাশেরহাটে অনুষ্ঠিত রিফ্রেশার্স প্রশিক্ষনে কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলা প্রতিবন্ধী সংস্থার ২১ জন সদস্য অংশগ্রহন করেন। ইএসডিও এবং হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত রিফ্রেশার্স প্রশিক্ষণটিতে স্ব স্ব সংস্থার নেতৃত্ব দেন কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি আহাম্মদ আলি, উলিপুর উপজেলা প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এবং
নাগেশ্বরী উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোসলেমা খাতুন। রিফ্রেশার্স প্রশিক্ষণে দলীয় কার্যক্রমে অংশগ্রহনকারীগণ উপজেলা ভিত্তিক তাদের সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা প্রনয়ন করেন। ইএসডিও একসেস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক ও লাইভলীহুড অফিসার সোহেল রানার ফেসিলিটেশনে রিফেশার্সে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশের ওয়াটার, ফুড এন্ড ক্লাইমেট ডোমেইন ম্যানেজার আয়াতুল্লাহ আল-মামুন। তিনি বলেন, অধিকার সমূহ নিশ্চিত করতে এডভোকেসী ও নেটওয়ার্কিং এর বিকল্প নাই। অংশগ্রহনকারীগণ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কুড়িগ্রামের প্রতিবন্ধী সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিবন্ধী সমাজের অধিকার নিশ্চিতে ২০১৩ সালের আইন থাকলেও প্রতিবন্ধীদের অধিকার এখনো সুপ্রতিষ্ঠিত হয়নি।
নাগেশ্বরী উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহিদা খাতুন বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ চাহিদাসম্পন্ন নারী- পুরুষ তথা সংগঠন সদস্যদের সুদক্ষ নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত করতে হবে। প্রশিক্ষণ শেষে আগামী ৩ ডিসেম্বর ২০২৫ খ্রী: জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কার্যকরভাবে পালন এবং বিশেষ চাহিদা সম্পন্য ব্যাক্তিগণের অধিকার প্রতিষ্ঠায় সরকারের দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।