মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় চাল বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চাল বাজারে সাধারণ চালকে ভারতীয় বাসমতি ফরচুন প্যাকেটে মোড়কজাত করে বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল।

এমন অভিযোগে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পৌর চাল বাজার ও পুরাতন মাছ বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে চারজন খুচরা চাল ব্যবসায়ির ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ।

রুবেল আহমেদ বলেন- সাধারণ চালকে ফরচুন প্যাকেটে মোড়কজাত করে বাসমতি বলে বিক্রির অভিযোগ আসছিল। ঘটনায় সত্যতা যাচাইয়ে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি দোকানে ভারতীয় বাসমতি ফরচুন চালের প্যাকেট পাওয়া যায়। সত্যতা পাওয়ায় ভেজাল পণ্য বিক্রয় ধারা-৪১ আইনে চারজন খুচরা চাল ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত দোকান হলো- মা লক্ষী ভান্ডারে ৫ হাজার টাকা, টিংকু চালঘর ২ হাজার টাকা এবং সালমান এন্ড সাব্বির ব্যাগ হাউজ ও রুমি ট্রেডার্স এর প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা হয়েছে। 

তিনি আরো জানান- এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। ভেজাল পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়িদের সাবধান করা হয়েছে। এসময় পুলিশের সদস্যরা উপস্থিতি ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়