সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে অযৌক্তিক সংবাদ প্রচারের প্রতিবাদে সাবেক মেয়রের সংবাদ সম্মেলন

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: সম্প্রতি কা‌লিয়া‌কৈর পৌরসভায় এক‌টি কাজের টেন্ডার নি‌য়ে দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের তদন্তের বিষয় নি‌য়ে সা‌বেক মেয়রকে জড়িয়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ও ক‌য়েক‌টি গণমাধ‌্যমে সংবাদ প্রকা‌শিত হ‌য়ে‌ছে তা ভি‌ত্তিহীন , মিথ‌্যা বা‌নোয়াট, রাজ‌নৈ‌তিক উদ্দেশ‌্য প্রণো‌দিত ব‌লে দাবী ক‌রে‌ছেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ম‌জিবুর রহমান ।

রোববার সকা‌লে গাজীপুরের কা‌লিয়া‌কৈর পৌরসভার ট্রাক স্টেশনের পল্লীবিদ্যুত অফিস এলাকার মেয়‌রের ব‌্যক্তিগত অ‌ফি‌সে এক সংবাদ স‌ম্মে‌লনে এ দাবী ক‌রেন I এসময় তি‌নি আরো ব‌লেন, পৌরসভার ঠিকাদার‌ নি‌য়ো‌গের ব‌্যাপা‌রে‌ মেয়রের কোন সম্পৃক্ততা নাই শুধু মাত্র টেন্ডার আহ্বান করা এবং ট্রেন্ডা‌রের সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চু‌ক্তিবদ্ধ হওয়া ছাড়া । যথাযথা নিয়‌ম মে‌নেই পৌরসভার ট্রেন্ডার আহ্বান ক‌রে এবং এর কাজ চলমান র‌য়ে‌ছে।

অ‌ভিযুক্ত এ কা‌জের জন‌্য দুইবার ট্রেন্ডার আহ্বান করা হয় এবং দ্বিতীয় বা‌রের সর্ব নিম্ন দরদাতা‌কে কা‌জের দা‌য়িত্ব দেয়া হ‌য়ে‌ছে । এতে সরকা‌রের ৫৮ লাখ টাকা সাশ্রয় হ‌য়ে‌ছে। এছাড়াও আগামী জাতীয় ক্রয়োদশ সংসদ নির্বাচ‌নে বিএন‌পি থে‌কে দলীয় ম‌নোনয়ন চাওয়ায় প্রতিপক্ষরা হেয় প্রতিপন্ন কর‌তে এবং ম‌নোনয়ন বাধাগ্রস্থ কর‌তে আমার বিরুদ্ধে এ ধর‌নের তথ‌্য প্রচার কর‌তে তৎপর র‌য়ে‌ছে ।  

সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবা‌দের পাশাপা‌শি সক‌লের সহায়তা চে‌য়ে‌ছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মজিবুর রহমান। কালিয়াকৈরে বিদ্যালয়ে তিনদিন ব্যাপি শিশু উদ্যোক্তা মেলা কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কালিয়াকের উপজেলা মৌচাক ভান্নারা এলাকায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপি শিশু উদ্যোক্তা মেলা। এসময় শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি পিঠা, কেক, ফুসকাসহ প্রায় ৫০ টি স্টল এতে অংশ নেয়। এসব স্টলে পুষ্টিকর খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের পাঠ্য বই পোষাকের স্টল স্থান পায় মেলায়।

মেলার শুভ উদ্বোধন করেন ফুলকুড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম তুষারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক তন্মি মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হারুন অর রশিদ, মনিং সান ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ফাতেমা আওয়াল প্রমুখ।

শিশু উদ্যোক্তা মেলাটি চলে ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বও রোববার পর্যন্ত।এছাড়াও মেলায় ছিলো র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন পুরস্কারে ব্যবস্থা। এই স্কুলটিতে রয়েছে প্রায় ১ হাজার শিক্ষার্থী। যাতের রয়েছে সর্ম্পূন বিনা বেতনের পড়াশোনার সুযোগ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়