জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় তাঁর সঙ্গে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অধ্যাপক রেজাউল করিম বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার নতুন সূচনা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেই বিপ্লবের নেতৃত্বদাতা।”
দিবসটি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠন সারাদেশে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।