শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কিছু দল ভোটের আগে ওয়াদা দিলেও পরে তা রাখে না: জামায়াত আমির

সংবাদের আলো ডেস্ক: নির্বাচনের আগে কিছু মানুষ ও দল বাংলাদেশকে আমেরিকা-কানাডা বানানোর স্বপ্ন দেখায়। কিন্তু নির্বাচনের পরে তারা সেই ওয়াদা আর রাখে না। বিগত ৫৪ বছরে দেশের মানুষ বহু ধোঁকা খেয়েছে। এবার ধোঁকাবাজকে না বলুন। অতীত-বর্তমানের আমলনামা দেখে আগামীতে তাদের আমলনামা কী হবে তা বুঝতে হবে বলেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ নভেম্বর) পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ আসনের এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কাউকে দাদা কিংবা বড় ভাই মানতে চাই না৷ নিজেরা মাথা উঁচু করে চলবো৷ পররাষ্ট্রনীতিতে কারও লাল চোখকে আমরা পরোয়া করবো না৷ ক্ষমতায় গেলে যুব সমাজকে এমনভাবে গড়ে তুলবো, যাতে তাদের সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। তারাই সরকারকে সহযোগিতা করবে।

জামায়াতের আমির আরও বলেন, আমরা এতোদিন অতী ত নিয়ে কামড়াকামড়ি করেছি। এখন ভবিষ্যত গড়তে সঠিক পরিকল্পনার বাস্তবায়ন করতে চাই। সরকার গঠনের সুযোগ না পেলেও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়