শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন ‎

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎‎সিরাজগঞ্জের তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫ ইং) তাড়াশ পৌর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়।

সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ‎নবগঠিত আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— ‎আহ্বায়ক: খালিদ হাসান ‎যুগ্ম আহ্বায়ক: শেখ করিম বকসো ‎সদস্য সচিব: সিরাজুল ইসলাম ‎সদস্য: জহুরুল ইসলাম ‎সদস্য: আলামিন মীর ‎ ‎সভায় উপস্থিত সদস্যরা বলেন, তাড়াশ পৌর প্রেসক্লাবকে আরও সক্রিয় ও সংগঠিত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ‎উল্লেখ্য, তাড়াশ পৌর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ২০২২ সালে। প্রতিষ্ঠার পর থেকে এটি স্থানীয় সংবাদকর্মীদের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়