শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নালিতাবাড়ীতে বিজিবির অভিযানে ২৭০ কেজি ভারতীয় জিরা জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: আজ বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৭০কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায় ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বরত নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় জিরা পাচারের চেষ্টা করে। এসময় বিজিবির টহলরত সদস্যরা অভিযান পরিচালনা করে ২৭০ কেজি ভারতীয় জিরা আটক করতে সক্ষম হয়।

পরে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। একইসাথে সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়