নেত্রকোনার বারহাট্টায় কাভার্ড ভ্যান ভর্তি ৯০ বস্তা ভারতীয় পণ্য জব্দ, আটক ২
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় ভারতীয় ৯০ বস্তা ভারতীয় শাড়ি ত্রিপিচ পণ্যসহ একটি কাভার্ডভ্যানকে জব্দ করেছে বারহাট্টা থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের সাথে থাকা ড্রাইভার ও হেলপারকেও আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার কাকুড়া বাজার এলাকায় ড্রাইভার হেলপার সহ কাভার্ড ভ্যানটিকে আটক করে পুলিশ।
আটককৃত কাভার্ড ভ্যান চালকের নাম ইব্রাহিম মিয়া(২৫) এবং হেলপার সাব্বির মিয়া (২৭), তাদের বাড়ি গাজিপুর মাওনা চৌরাস্তা।
বারহাট্টা থানার ওসি মো: কামরুল হাসান জানান, আজ সকালে বেপরোয়া ভাবে কাভার্ড ভ্যানটি চালাতে দেখলে স্থানীয়রা সন্দেহ করে পুলিশকে খবর দেয়। সাথে সাথেই পুলিশ গিয়ে কাকুড়া বাজার এলাকায় কভার্ড ভ্যানটিকে আটক করে।
তিনি জানান, কভার্ড ভ্যানের সাথের থাকা ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদে জানা যায় আলামিন ও রুবেল নামে দুইজনের সাথে তার মালিক রিপনের যোগাযোগ হয়। তাদরকে বলা হয়েছিলা মধ্যনগর বাজার থেকে মালামাল গুলো নেত্রকোনা সদর পর্যন্ত পৌঁছে দেওয়ার পর বাকি লোকশন তাদের জানানো হবে। এরপর স্থানীয়রা অপেক্ষা দেখে সন্দেহ করে আমাদের খবর দেয়।
এখন জব্দকৃত মালামালের তালিকা করা হচ্ছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আটক চালক ইব্রাহিম বলেন, ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্যগুলো নিয়ে রওনা হই। সব জায়গায় আমাদের সহযোগী রয়েছে। তারা পথ দেখিয়ে দেয়। সহযোগীদের দেখোনো পথে বারহাট্টার কাঁকড়া এলাকায় এসে কাভার্ড ভ্যানটি একটি গাছে ধাক্কা লাগে। এতেই এলাকাবাসী সন্দেহ করে এটি আটক করে। চার-পাঁচ দিন ধরে ঘুম নেই। ফলে রাস্তায় গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। সে কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।