বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় তরুণদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন ও যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি: হাওর, নদী আর জলাভূমির জেলা নেত্রকোনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রা। এ প্রভাব মোকাবেলায় তরুণদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন ও যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক যুব কর্মশালা।

বুধবার সারাদিন ব্যাপী নেত্রকোনা জেলা শহরের শিবগঞ্জ এলাকায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা-র অর্থায়নে, ইউএনএফপিএ-এর সহায়তায় এবং সিরাক-বাংলাদেশ পরিচালিত ইয়ুত ক্যাটালিস্ট প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রকল্পটির লক্ষ্য- দেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় তরুণদের সম্পৃক্ত করে সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তোলা।

হাওরাঞ্চলের তরুণদের কাছে জলবায়ু পরিবর্তন কোনো তাত্ত্বিক বিষয় নয়। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে হলে তাদের অভিজ্ঞতা ও মতামতকে অগ্রাধিকার দিতে হবে।কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান খান, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সদর এবং মো আব্দুল্লাহ আল মতিন।

নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে আসা ৩০ জন তরুণ-তরুণী ও তৃতীয় লিঙ্গের যুব এই কর্মশালায় অংশ নেন। তারা আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে জানান- বন্যা ও জলাবদ্ধতার কারণে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো কতটা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়