বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষা নিয়ে মতবিনিময় সভা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষার মান উন্নয়ন ও অংশীজনদের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা।

বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা পাবলিক হলে এ মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল আজমেরসভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক আর মূল আলোচনাপত্র উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম
আলোচনায় বক্তারা বলেন, নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষা বিস্তারে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ভাষাগত প্রতিবন্ধকতা, সামাজিক বৈষম্য ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর না হলে শিক্ষা ব্যবস্থায় তাদের পূর্ণ অংশগ্রহণ সম্ভব নয়।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, নৃ-গোষ্ঠীর শিশুরা যেন সমান সুযোগ পায় মানসম্মত শিক্ষা ও বিকাশের – সেই পরিবেশ তৈরিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়