বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নির্বাচনের বৈধতা ও সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে: জামায়াত আমির

সংবাদের আলো ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে বলে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় ভোটে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনী ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ তো নিজেরাই নির্বাচন চায়নি। আপনারা কি জোর করে তাদের ওপর নির্বাচন চাপিয়ে দেবেন? তিনটা নির্বাচন আয়োজনের সুযোগ পেয়েছিলেন তবুও তারা হাতছাড়া করলেন কেন?

তারা নির্বাচনে বিশ্বাসী এই কথা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করে না। সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের ওপরে জুলুম হবে।

নির্বাচনে জামায়াত জোট করার সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, কোন দলের সঙ্গে জোট না করলেও নির্বাচনী সমঝোতা করা হবে। সবাইকে নিয়ে দেশ গড়তে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন দলটির আমির। 

প্রসঙ্গত, তৃতীয় মেয়াদে জামায়াতের আমীর নির্বাচিত হওয়ার পর দুই দিনের সফরে নিজ এলাকা সিলেটে যান ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়