নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ
সংবাদের আলো ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক দিন পর বিএনপির স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকার প্রধান সড়কের একটি ব্রিজের নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
নিহত ইউনুছ সাবরাং ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রিজের নিচে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় ইউনুছের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার পরনে শুধু প্যান্ট ছিল, শরীরের ওপরের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি।
পরিবারের দাবি, মঙ্গলবার রাত থেকেই ইউনুছ নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে ইউনুছের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন বহু পরিচিতজন ও রাজনৈতিক সহকর্মী।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ইউনুছ সিকদারের মরদেহ পাওয়া অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি নিহতকে ‘একজন সক্রিয় বিএনপি কর্মী’ বলে উল্লেখ করেন।
পুলিশ জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।