উল্লাপাড়ার খাদুলী গিরিধারী সেবা মন্দিরে ৯৭তম গোষ্ঠ যাত্রা উদযাপিত
প্রান্ত কুমার তালুকদার: সিরাজগঞ্জের উল্লাপাড়ার খাদুলি গ্রামে ঐতিহ্যবাহী গিরিধারী সেবা মন্দির প্রাঙ্গনে ৯৭ তম গোষ্ঠ যাত্রা বা গোপাষ্টমী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে ভক্তরা গোষ্ঠ লীলার স্মরণে,গোপাল বা শ্রীকৃষ্ণ দেবের পূজা অর্চনা করে , যা কৃষ্ণের প্রতি তাদের ভক্তি ও ভালোবাসার প্রকাশ পায়।
এরপর রাত ব্যাপী শ্রীকৃষ্ণ এবং তাঁর রাখাল বন্ধুদের গোচারণে যাওয়ার বিশেষ লীলা বা কীর্তন পরিবেশন করেন। হিন্দু পঞ্জিকা মতে, গোষ্ঠ যাত্রা বা গোপাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের প্রথম গো-চারণে যাওয়ার স্মৃতিকে স্মরণ করে, কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এই দিনে তিনি পোগন্ড বয়সে পৌঁছেছিলেন এবং প্রথমবারের মতো গোষ্ঠে (গো-চারণ) যাওয়া শুরু করেছিলেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।