নওগাঁয় রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৬২ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলা দুবলহাটি ইউনিয়নের রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৬২ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯শে অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় এই উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ -৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম (ধলু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ শাফিউল আজম রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল লতিফ। অন্যান্যের উপস্থিত ছিলেন রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর আলী শেখ, নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এনামুল হক পাতি, থানা যুব দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সম্রাট বেগ,৭ নং ওয়াড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শফিউল আলম টুটুল, সাবেক পৌর সেচ্ছাসেবেক দলের সদস্য সচিব নওশাদ খান এরশাদ, ছাত্র দলের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, সন্জিব দাস,সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার, প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এর পরে দুবলহাটি বাজারে জাহিদুল ইসলাম ধলু নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ করেন ও তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফট বিতরণ করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।