বাংলাদেশ ব্যাংকে কখনোই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়নি বিএনপি


সংবাদের আলো ডেস্ক: রাজনৈতিক বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকে কখনও কোনও নিয়োগ দেয়নি বিএনপি। বরং দলটি অর্থনীতিতে বড় ধরনের সংস্কার করেছে, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ দাবি করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না।
তাই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতে আইনি, কাঠামো ও নিয়োগসংক্রান্ত বিষয়ে জোর দেবার আহ্বান জানান তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।