বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে সিএনজি ও কাভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজানে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছে।২১ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর এলাকার আতুরনীর ঘাটায় অদুদ চৌধুরী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাজিম উদ্দিন। তিনি উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরী থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে গহিরা মুখী যাত্রীবাহি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান নাজিম। আহত চালক ধনা মিয়াসহ নারী ও শিশু মিলে আরও তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।নিহত ব্যক্তি চার কন্যা সন্তানের জনক।তিনি সবজি ব্যবসা করতেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়